বিভিন্ন বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে “ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (DRMC)” এ নিয়োগ, DRMC Job circular 2024
প্রতিষ্ঠানের নাম: Dhaka Residential Model College
পদের নাম: ইউডিএ (উচ্চমান সহকারী
পদসংখ্যা: 01
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বেতন: 10200-24680 (গ্রেড 14)
অভিজ্ঞতা: কম্পিউটারে প্রশিক্ষনপ্রাপ্ত, (Ms Office, E-mail & Fax পরিচালনায় পাদর্শী), সংশ্লিস্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: 0১
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক
অভিজ্ঞতা: কম্পিউটারে প্রশিক্ষনপ্রাপ্ত, (Ms Office, E-mail & Fax পরিচালনায় পাদর্শী), এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজীতে ৩০ ওয়ার্ড টাইপের গতি থাকতে হবে।
বেতন: 9300-22490 (গ্রেড 16)
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: 03
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক
অভিজ্ঞতা: কম্পিউটারে প্রশিক্ষনপ্রাপ্ত, (Ms Office, E-mail & Fax পরিচালনায় পাদর্শী), এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ ও ইংরেজীতে ৩০ ওয়ার্ড টাইপের গতি থাকতে হবে।
বেতন: 9300-22490 (গ্রেড 16)
আবেদনের নিয়ম: শর্তাবলি
ক। আবেদনকারী প্রার্থীর বয়স ০১ জুলাই ২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
খ। মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীর বয়স ০১ জুলাই ২০২৩ তারিখে ৩২ (বত্রিশ) বছরের ঊর্ধ্বে হবে না। মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
গ। চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ঘ । প্রার্থীকে অবশ্যই গৃহীত (লিখিত) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা ভিত্তিক প্রাথমিক নির্বাচনের পর মৌখিক পরীক্ষা নেয়া হবে ।
ঙ। লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি এসএমএস ও ওয়েব সাইট www.drmc.edu.bd এর মাধ্যমে অবহিত করা হবে ।
চ। যেকোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে এবং প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে।
ছ। কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ অত্র বিজ্ঞপ্তির পরিবর্তন, সংশোধন, পদ বৃদ্ধি বা হ্রাস অথবা বাতিলকরণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ নিয়োগাদেশ বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে
জ। আবেদনের নিয়ম : কলেজের ওয়েব সাইট www.drmc.edu.bd এর মাধ্যমে ‘আবেদন ফরম পুরণের নির্দেশিকা অনুসরণপূর্বক অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি bKash মার্চেন্ট একাউন্ট নম্বরএ ১০০০/- (এক হাজার) টাকা প্রদান করতে হবে।
ঝ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু: ০৫ জানুয়ারি ২০২৪ তারিখ।
ঞ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।
সার্কুলার ইমেজঃ drmc job circular, Job circular 2024
বিভিন্ন বিষয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী 3 টি পদে নিয়োগ, Job circular 2024
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪
Read More:
PDF Book: Click Here
Job Circular: Click Here