ALL DUA FOR HAJJ

হজের দোয়া সমূহ _ All Dua for Hajj | Best Post – 2024

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসসালুকা ইলমান নাফিআও ওয়া রিযকান ওয়াসিআও ওয়া শিফাআন মিন কুল্লি দায়ীন।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট ফলপ্রসূ ইলম, স্বচ্ছল জীবিকা এবং সকল রোগের নিরাময় কামনা করছি।

নিম্নের দু’আটি প্রতি চুমুক অন্তে পড়া ভালো

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু ‘আলা রাসূলিল্লাহ।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, সালাত ও সালাম রাসূলুল্লাহ (সা:) এর প্রতি।

সায়ী

এরপর উমরা বা হজ্জ পালনকারী হাজরে আসওয়াদে ইস্তিলাম অর্থাৎ সম্ভব হলে চুমু দিয়ে বা হাতে ইশারা করে তাতে চুমু দিয়ে সায়ীর উদ্দেশ্যে সাফার দিকে আসবেন

মসজিদুল হারামের শেষ প্রান্তে সাফার নিকট পৌঁছে পড়বেন:

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু ‘আলা রাসূলিল্লাহ, রাব্বিগফিরলী যুনুবী ওয়াফতাহ লী আবওয়াবা ফাদলিক। আল্লাহুম্মা আ’সিমনী মিনাশশায়তান।

অর্থ: হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। তোমার অনুগ্রহের দরজারসমূহ আমার জন্য খুলে দাও। শয়তানের কবল হতে আমাকে রক্ষা করো।

সাফা পাহাড়ে উঠতে উঠতে পড়বেন:

উচ্চারণ: ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা’আ—ইরিল্লাহ ফামান হাজ্জাল বায়তা আয়ি তামারা ফালা জুনাহা আলাইহি আই—ইয়াততাওওয়াফা বিহিমা, ওয়ামান তাতাওওয়াআ খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। অর্থ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লায় হজ্জ কিংবা উমরা করবে এই দু’টির তাওয়াফ—এ (সায়ীতে) তার জন্য দোষ নাই, কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কারদাতা, সর্বজ্ঞ।

Related Posts

One thought on “হজের দোয়া সমূহ _ All Dua for Hajj | Best Post – 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *