responsibilities of parents

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য pdf _ responsibilities of parents | Best Post-2024

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য pdf _ responsibilities of parents | Best Post-2024

সন্তান প্রতিপালনে পিতামাতার দ্বায়িত্ব

নবজাতকের কানে আযান দেয়া

১। উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি সূত্রে বর্ণিত। তিনি বলেন (রাঃ), ফাতিমাহ এর পুত্র হাসান-(রাঃ) যখন আলী (রাঃ) কে প্রসব করলেন-(রাঃ), তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে সালাতের আযান ন্যায় আযান দিয়েছিলেন।

আবু দাউদঃ ৫১০৫

নবজাতক কে তাহনীক্ব করানো ও নাম রাখা

২। আবূ মূসা হতে বর্ণিত। তিনি বলেন (রাঃ), আমার একটি পুত্র সন্তান জন্মালে আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইবরাহীম। তারপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বারাকাতের দু’আ করে আমার কাছে ফিরিয়ে দিলেন। সে ছিল আবূ মূসার সবচেয়ে বড় ছেলে। বুখারীঃ ৫৪৬৭

জন্মের ৭ম দিনের আমল

৩। সালমান ইবনু ‘আমির হতে বর্ণিত। তিনি বলেনঃ সন্তানের সঙ্গে (রাঃ)’আক্বীক্বাহ সম্পর্কিত। সালমান ইবনু ’আমির কে বলতে শুনেছি যে-হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রাঃ), সন্তানের সঙ্গে ‘আক্বীক্বাহ সম্পর্কিত। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ)’আক্বীক্বাহর জন্তু যবহকর এবং তার ( চুল) অশুচি, নখ ইত্যাদিদূর করে দাও। বুখারীঃ ৫৪৭১

৪। সামুরা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রত্যেক শিশু তার আকীকার সাথে দায়বদ্ধ (রাঃ) থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবেহ করতে হয়, তার মাথা কামাতে হয় এবং নাম রাখতে হয়। ইবনে মাজাহঃ ৩১৬৫

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য pdf _ responsibilities of parents | Best Post-2024

responsibilities of parents

সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য মাসিক আল কাউসার

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য pdf

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য কয়টি সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য

Keyword

৫। সালমান ইবনু ’আমির আদ (রাঃ) দাবী-সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রতিটি সন্তানের সাথে আক্বীকাহ রয়েছে। সুতরাং তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো।কষ্টদায়ক বস্তু দূর করা দ্বারা মাথা মুন্ডানোকে বুঝানো হয়েছে।আবু দাউদঃ ২৮৩৯,২৮৪০

চুলের ওজন পরিমান রুপা সদকা করা

৬। মুহাম্মাদ ইবনু ‘আলী ইবনু হুসায়ন হতে বর্ণিত যে (রহিমাহুল্লাহ), ’আলী ইবনু আবূ ত্বালিব বলেছেনঃ (রাঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এর পক্ষ হতে একটি বকরী দ্বারা’আক্বীকাহ্ করলেন এবং বললেনঃ হে ফাতিমা তার !মাথাটি মুড়িয়ে দাও আর চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করো। )’আলী আমরা (বলেনঃ (রাঃ) তার চুলগুলো ওজন করলাম। তার ওজন এক দিরহাম বা তার চেয়ে কিছু কম ছিল।

মিশকাতঃ ৪১৫৪

সন্তানের প্রতি দয়া ও অনুগ্রহ

৭। আবূ হুরাইরা হতে বর্ণিত আছে (রাঃ), তিনি বলেন, আলরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি (রাঃ) আকরা ইবনু হাবিস- ওয়াসাল্লামকে দেখলেন যে, তিনি হাসানকে চুমু খাচ্ছেন। ইবনু আবী উমার তার বর্ণনায় উল্লেখ করেছেন যে, তিনি হাসান অথবা হুসাইনকে চুমু খেয়েছেন। আলবলেন (রাঃ) আকরা-, আমার দশটি সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি দয়া-অনুগ্রহ করে না সে দয়া- অনুগ্রহপ্রাপ্ত হয় না ৷

তিরমিযিঃ ১৯১১

সন্তানকে শিষ্টাচার শিক্ষাদান

৮। আইউব ইবনু মূসা হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত আছে (রহঃ), রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেয়ার চেয়ে বেশী উত্তম কোন জিনিস দিতে পারে না।

তিরমিযিঃ ১৯৫২

৯। আনাস ইবনে মালেক থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (রাঃ) বলেনঃ তোমরা তোমাদের সন্তানদের সাথে উত্তম আচরণ করো এবং তাদেরকে উত্তমরূপে সদাচার শিক্ষা দাও।

ইবনে মাজাহঃ ৩৬৭১

কন্যাসন্তান প্রতিপালন

১০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ’আয়িশাহ হতে বর্ণিত। তিনি বলেনঃ একটি স্ত্রীলোক দু (রাঃ)’টি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলো। আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই সে পেলো না। আমি তাকে ওটা দিলাম। স্ত্রীলোকটি তার দু’মেয়েকে খুরমাটি ভাগ করে দিল। তারপর সে উঠে বের হয়ে গেল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আমি তাঁকে ব্যাপারটি জানালাম। তখন তিনি বললেনঃ যাকে এ সব কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষা করা হয়, অতঃপর সে তাদের সাথে ভাল ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে। (বুখারীঃ ৫৯৯৫)

তিনি বলেনঃ তুমি তো অবাক হচ্ছো, এর ফলে সে অবশ্যি জান্নাতে প্রবেশ করেছে। ইবনে মাজাহঃ ৩৬৬৮

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য হাদিস

সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য রচনা

পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পিডিএফ

পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বক্তব্য

পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বই

Keyword

Read More:

১১। আনাস ইবনু মালিক হতে বর্ণিত আছে (রাঃ), তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক দুটি মেয়ে সন্তানকে লালনপালন করবে-, আমি এবং সে এভাবে একসাথে পাশাপাশি জান্নাতে যাব। এই বলে তিনি নিজের হাতের দুটি আঙ্গুল একত্র করে ইশারায় বুঝিয়ে দিলেন।

তিরমিযিঃ ১৯১৪

১২। ’উকবা ইবনে ’ আমের থেকে বর্ণিত। (রাঃ) তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ কারো তিনটি কন্যা সন্তান থাকলে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলে, যথাসাধ্য তাদের পানাহার করালে ও পোশাকআশাক দিলে-, তারা কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হবে।

ইবনে মাজাহঃ ৩৬৬৯

list of responsibilities of parents, 10 responsibilities of parents, what are the biblical responsibilities of parents, roles and responsibilities of parents in school, duties and responsibilities of parents in school in the philippines, quranic verses on responsibilities of parents, rights and responsibilities of parents, responsibilities of parents of the groom, roles and responsibilities of parents,

responsibilities of parents are, responsibilities of parents and children, responsibilities of parents at home, responsibilities of parents according to the bible, responsibilities of parents at school, role of parents and teachers in child’s education, role of parents as stakeholders in education, role of parents and teacher in child development, role of parents and teachers in child’s education pdf, role of parents association

সন্তানের জন্য পিতামাতার দুআ

১৩। আবূ হুরাইরা হতে বর্ণিত আছে (রাঃ), তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন প্রকারের দুআ অবশ্যই মঞ্জুর করা হয়, তাতে কোনরকম সন্দেহ নেই। নির্যাতিত ব্যক্তির দুআ, মুসাফিরের দু’আ এবং সন্তানের প্রতি বাবার বদদুআ-।

তিরমিযিঃ ১৯০৫

আপনাদের যদি এরকম আরো তথ্যবহুল পোস্ট এর প্রোয়োজন হয় তাহলে আমাকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন। নিচে লিংক দেয়া আছে।

ধন্যবাদ……….!

Download This Article in PDF Format

Download Link -1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *