What is Sabbath ? সাব্বাত কী ? আমরা হিব্রু ক্যালেন্ডার এ যেসব উৎসব দেখতে পাই তারমধ্যে একটি উৎসব হলো সাব্বাত। এটি ইহুদিদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি উৎসব এবং এটি একটি সাপ্তাহিক উৎসব । কিন্তু উৎসবের মধ্যে এটা বলা যাবে না এটা একটা আলাদা টপিক। Sabbath হলো ইহুদিদের সবথেকে বড় ধর্মীয় সাপ্তাহিক একটি উৎসব। প্রতি সপ্তাহে এই উৎসবটি হয়ে থাকে।
What is Sabbath ? সাব্বাত কী ?
সাব্বাত শব্দটি একটি হিব্রু শব্দ শাভাত থেকে এসেছে যার অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া বা বিরত থাকা। এর ব্যুৎপত্তিগত অর্থ থেকে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এর অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া বা বিরত থাকা সেহেতু এই দিন ওরা কোন কাজ করে না । অর্থাৎ পুরো দিনই বিশ্রাম নেয়।
এটা শুরু হয় শুক্রবার সূর্যাস্তের ঠিক পরে বা সূর্যাস্তের সময় থেকে এবং শেষ হয় পরেরদিন সূর্যাস্তের পরে বা আগামী চাঁদ ওঠার আগ পর্যন্ত বা পরের দিন আকাশের তারা ওঠার আগ পর্যন্ত। অর্থাৎ সাব্বাত এর সময়কাল হল 24 ঘন্টার কিছুটা বেশি অর্থাৎ ২৫ ঘন্টা। around ২৫ ঘণ্টার একটি সাপ্তাহিক অনুষ্ঠান হচ্ছে এই সাব্বাত।
যেহেতু প্রতি সপ্তাহে Sabbath হয় এবং একটি বছরে ৫১ টি সপ্তাহ থাকে সেহেতু সাব্বাত নামক এই সাপ্তাহিক অনুষ্ঠানটি এক বছরে ৫১ বার অনুষ্ঠিত হয়। সাধারণত আমরা দেখি যে উৎসবগুলো বছরে একবার হয় সে উৎসবগুলোর গুরুত্ব বেশি থাকে কিন্তু আমরা দেখতে পারি যে এই সাববাত বছরে এতবার অর্থাৎ মোট ৫১ বার অনুষ্ঠিত হওয়ার পরও এই অনুষ্ঠানটি ইহুদীদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি উৎসব।
এক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে যে এই উৎসবটি বছরে এতবার পালন করার পরও কেন এই উৎসবটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উৎসব। এর উত্তর হল , ইহুদিদের ধর্মগ্রন্থে সরাসরি যে উৎসবগুলোর নাম দেওয়া থাকে বা তাদের ঈশ্বর সরাসরি নিজের মুখে যেসব উৎসবের কথা বলে রাখেন সেসব উৎসবই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
সাব্বাত কেন এত গুরুত্বপূর্ণ? বা এর তাৎপর্য নিম্নে দেওয়া হল :
১.) কারণ ওদের যে প্রধান ধর্মগ্রন্থ , এই হিব্রু বাইবেল যাকে পঞ্চপুস্তক বা pentateuch ও বলা হয় , যার মধ্যে ছিল আদিপুস্ত, যাত্রা পুস্তক,লেবিও পুস্তক , গণনা পুস্তক ও দ্বিতীয় পুস্তক ।
এর আদি পুস্তক বা Genesis 2: 1-4 এ creation story বা সৃষ্টিতত্ত্ব ছিল । এই সৃষ্টি তত্ত্বটি ছিল ৭ দিনের যার মধ্যে প্রথম ছয় দিন ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং সবশেষে সপ্তম দিনে বিশ্রাম নেন যাকে বলা হয় Devine rest । তাহলে যেহেতু ইহুদিদের বলা হয়েছে Chosen people , এবং ইহুদিদের ধর্মমতে মানুষকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের প্রতিকৃতিতে এই কারণে মানুষের উচিত হবে ঈশ্বরকে অনুসরণ করা । তাই যেহেতু ঈশ্বর ৬ দিন কাজ করেছেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন বা creation story এই বিশ্বাস থেকে ইহুদীরা সপ্তাহে ছয় দিন অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে সপ্তম দিন অর্থাৎ শনিবারে বিশ্রাম নেয় ।
২.) সাব্বাত আরেক দিক থেকে তাৎপর্যপূর্ণ যে , মাউন্ট সিনাই পর্বতে ঈশ্বর যে মোজেসের মাধ্যমে সমগ্র মানবজাতিকে তোরাহ এবং ১০ আগ্গা প্রদান করেন , Exodus 20: 8-11 এর মধ্যে ১০ আজ্ঞা উল্লেখিত আছে, যার মধ্যে চতুর্থ আজ্ঞা ছিল যে , সাব্বাত ডে কে মনে রাখো যেন এটা কে পবিত্র রাখতে পারো, ” Remember thy Sabbath day to keep it Holy ” । আমরা জানি যে ইহুদিদের কাছে এই দশ আজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু এই দশ আজ্ঞার চতুর্থ আজ্ঞা টি সাব্বাত সম্পর্কিত তাই সাব্বাত নামক সাপ্তাহিক উৎসবটি ইহুদীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই ৪র্থ আজ্ঞা টি ছিল,
” Remember the Sabbath day and keep it holy, six days you (shall বা) should labour and do all your work but the seventh day is a sabbath of the Lord, your God : you shall not do any work – you, your son, or daughter, your male or female slaves, or your cattle or the stranger who is within your settlements. For in six days the Lord made heaven and earth and sea, and all that is in them, and He ceased on the seventh day ; therefore the Lord blessed the Sabbath day and hallowed it! [ Exodus 20: 8-11 ] ।
তাই Exodus এ বলা হয়েছে যে যেহেতু ঈশ্বর ছয় দিন কাজ করেছেন এবং সপ্তম দিনে গিয়ে বিশ্রাম নিয়েছেন তাই তোমাদের ও সপ্তাহের ছয় দিনই কাজ করতে হবে এবং সপ্তম দিনে গিয়ে বিশ্রাম নিতে হবে, এই দিন কোন কাজে করা যাবে না, তুমি তো কাজ করবেই না , এমনকি তোমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তোমার যে নারী বা পুরুষ দীত্য আছে, তোমার পশু , যেমন আমরা কি করি, আমাদের যদি গরু থাকে তাহলে আমরা সেই গরু দিয়ে হাল চাষ করি, সেটাও এদিন করানো যাবে না, কারণ ঈশ্বর ও এই দিন বিশ্রাম নিয়েছেন এবং সাব্বাত ডে কে পবিত্র করেছেন সবার জন্য। তাই যেহেতু ঈশ্বর নিজে সরাসরি আদেশ দিয়েছেন তাই এই দিন নিজেও কোন কাজ করা যাবে না এবং অন্য কাউকে দিয়েও কোন কাজ করানো যাবে না, সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে এই দিন। শুধুমাত্র যে সকল কাজ না করলেই নয় যেমন খাওয়া-দাওয়া বা এই ধরনের কিছু কাজ করা যাবে এছাড়া আর অন্য কোন কাজ করা যাবে না, বরং এই দিন ঈশ্বরের প্রার্থনা এবং ঈশ্বরের আরাধনা করতে হবে।
৩.) আরেকটি কারণ হলো, যদি পুরো ইসরায়েল জাতি একদিন ঠিকমতো এই সাববাত পালন করে, যদি সবাই ঠিক মতো পালন না করে অর্থাৎ যদি শুধুমাত্র বাইরে বাইরেই দেখায় মন থেকে পালন না করে, যদি পুরো ইসরাঈল জাতি ঠিকমতো একদিন সাব্বাত পালন করে তাহলে বলা হয় যে মেসিয়া আসবে , অর্থাৎ মুক্তিদাতা আসবে, দুনিয়ার সকল অশান্তি দূর করার জন্য , পৃথিবীর একদম শেষের দিকে। আব্রাহামিক ধর্ম গুলোর সব ধর্মেই এই ধরনের একটি বিশ্বাস আছে যে পৃথিবীর একদম শেষ জামানায় একজন নবী বা রাসূল আসবেন যিনি পৃথিবীর মানুষদেরকে অশান্তি এবং দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করবেন, ইহুদিদের ক্ষেত্রেও এমনটি প্রযোজ্য। অর্থাৎ সাব্বাথ ডে যদি ঠিকমত পালন করা হয় তাহলেই শুধুমাত্র সেই মেসিয়া আসবে।
উপরিউক্ত এই তিনটি কারণে ইহুদিদের কাছে সাব্বাত ডে এত বেশি গুরুত্বপূর্ণ।
তাই তারা সাব্বাত ডে অনেক কঠোরভাবে পালন করতো এমনকি এমন এক সময় ছিল যখন , এমন ছিল যে সাব বার্থ ডে তে যদি কেউ তোমাকে খুন করতে আসে তাও তার কোন প্রতিবাদ করা যাবে না, এতটাই কট্টর ভাবে পালন করা হতো। কিন্তু এখন আর এমন পরিস্থিতি নেই এখন বিশ্বাস করা হয় যে জীবন যেহেতু ঈশ্বরেরই দান, তাই জীবন বাঁচানোর জন্য অবশ্যই প্রতিবাদ করতে হবে , এই সাব বার্থ ডে থাকলেও। বর্তমানে সাব বাত ডে তেও জীবন রক্ষার জন্য কাজ করা যাবে, নিজের জীবন হোক বা অন্যের জীবন হোক , যেমন যদি কারোর রক্ত লাগে তাহলেও তাকে রক্ত প্রদান করা যাবে এই সাব্বাত ডে তেও। অর্থাৎ জীবন রক্ষার জন্য যে কোন কাজই করা যাবে। আবার সাব বার্থ ডে তে বিয়েও করা যাবে না। অনেকে ভাবতে পারে যে বিয়ে করা ত কোন কাজ না তাহলে সাব্বাত ডে তে বিয়ে করাই যায়, কিন্তু না কোনভাবেই এই দিন বিয়ে করা যাবে না। এরূপ একটি উদাহরণ হল, যখন মোজেস ছিলেন, তখন একটা লোক বন থেকে কাঠ সংগ্রহ করছিল, তখন তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। কেননা সে যেহেতু সাব্বাত ডে তে ও কাজ করছিল অর্থাৎ সে সাব বাত ডে পালন করেনি তাই তাকে মেরে ফেলা হয়। সুতরাং সাব বার্থ ডে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিন তারা কোন ধরনেরই কাজ করে না এবং সম্পূর্ণ নিয়ম নীতি অনুসারে এটা পালন করে। এতক্ষন আলোচনা করা হলো সাব্বাত ডে তে কি কি করা যাবে না।
এখন আলোচনা করা হবে যে এই সাব্বাত ডে তে কি কি করা যায় অর্থাৎ এই সাব্বাত ডে কিভাবে পালন করতে হয় :
1.) Lighting the Sabbath candle
2.) Kabalat Shabat – hyms from the Psalms
3.) Kiddush
4.) Sabbath prayer
5.) Sabbath meals – 3 times
6.) Havdala
ইহুদিরা এই উৎসবকে ঘিরে বা কেন্দ্র করে এই প্রায় ২৫ ঘন্টায় যা যা করে তার নিম্নে দেওয়া হল:
1.) Lighting the Sabbath candle
প্রথমেই যখন শুক্রবারে সূর্যাস্ত গেল , সন্ধ্যা বয়ে আসলো তখন স্বাভাবিকভাবে অন্ধকার নেমে আসলো তাই তখন সাব্বাতদের শুরুতেই তারা সাব্বাত মোমবাতি প্রজলন করে। এর একটা প্রতিকি অর্থ আছে যে , যখন তাদেরকে মাউন্ট সিনাই পর্বতে তোরা দেয়া হলো ঈশ্বর কর্তৃক , তখন তারা এভাবে দেখে যে এর মাধ্যমে পৃথিবীতে আলোর একটি সূচনা হলো, তাই এই আলোর সূচনাকে প্রতিকি হিসেবে স্মরণ করতে তারা, তাই তারা সাব বাত দে এর প্রথম মুহূর্ত অর্থাৎ শুক্রবারের সন্ধ্যার পরে মোমবাতি প্রজ্জালনের মাধ্যমে তাদের এই পবিত্র সাপ্তাহিক উৎসবটি শুরু করে। এক্ষেত্রে যে মোমবাতি টি ব্যবহার করা হয় সেটা একটি বিশেষ মোমবাতি এটা হলো সাব্বাত ডে তে প্রজনন করা একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ মোমবাতি ,এটি কোন সাধারণ মোমবাতি নয় । হয়তোবা এটাই সেই মেনোড়া আমি ঠিক জানি না এটা আমার নিজের বলা কথা ।
2.) Kabalat Shabat – hyms from the Psalms
আমরা জানি যে প্রতিটি উৎসবেই প্রায় খাওয়া-দাওয়া থাকে এবং কিছু পার্থনা থাকে।
ঠিক একইভাবে Kabalat Shabat , এটা হচ্ছে একটি প্রার্থনা অনুষ্ঠান , আমরা যে ধর্মগ্রন্থগুলো পড়েছিলাম যেমন তোরা নেভীম এবং কে তু ভীম সেখানকার কেতুভীমের একটি গ্রন্থ ছিল সাম সংগীত। এই সাম সঙ্গীত থেকে কিছু সংগীত বা গিত বা ভার্স ,বাংলায় বলতে গেলে মন্ত্র ধার করে তারা এই প্রার্থনা সমূহে গায়।
3.) কিদ্দুস :
এখন রাত হল রাত হলে তো খাওয়া দাওয়া করতে হবে , শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার আগে এক কাপ অ্যালকোহল নেয় । অর্থাৎ শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করার আগে তারা এক কাপ অ্যালকোহল বা মদ খেয়ে নেয় । এই অ্যালকোহল খেয়ে নেওয়ার পরে তাদের এটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠান হয় এবং সেই প্রার্থনা অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা অন্যান্য খাবার দাবার খায় ।এই অ্যালকোহল নেওয়ার পিছনে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। তারা মনে করে যে এলকোহল তাদের শক্তির পুনর্জাগরণের মত একটি শক্তি বা উৎস । তাই তারা অ্যালকোহলকে কেন্দ্র করে এই প্রার্থনাটি করে থাকে। কেননা অ্যালকোহল খেলে বাস্তবেও শক্তি কিছুটা বৃদ্ধি পায় তাই তারা এরূপ কাজ করে থাকে। ওদের সংস্কৃতিতে এটি চলে। তারা অ্যালকোহল নেয় কিন্তু তাও খুব একটা বেশি নয় বরং লিমিটেড।
4.) Sabbath prayer , সাব বাত পার্থনা
এই প্রার্থনাটি শনিবারের দিন সকালে হয়। কেননা এর সময় তারা তোরা থেকে কিছু অংশ পাঠ করে, তারা প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি সাব বার্থডে তে কিছু নির্দিষ্ট অংশ করে তোরা পাঠ করে যেন বছর শেষে ৫১ বারে গিয়ে তাদের সম্পূর্ণ তোরাহ টি পাঠ করা কমপ্লিট হয় বা শেষ হয়। অর্থাৎ তোরা তে যতগুলো লেখা আছে সেই সবটুকু কে তারা ৫১ টি ভাগে ভাগ করে এবং প্রতি সাব্বাথডে তে তারা সেই নির্দিষ্ট ভাগ গুলোর একটি ভাগ করে পড়ে, তাতে বছর শেষে পুরো তোড়াটাই তাদের শেষ হয়। এটি হলো এগুলোর মেইন পয়েন্ট ।
5.) Sabbath meals – 3 times
সাববাতের দিনে তারা তিনবার খাওয়া দাওয়া করে।
শুক্রবার রাতে ,শনিবার সকালে এবং শনিবার বিকালে এই মোট তিনবার তারা খাওয়া-দাওয়া করে। এবং এই সময়ে তারা পরিবারের সকল সদস্য এমনকি যদি আত্মীয়-স্বজন থাকে তাহলে তাদেরকেও সবাইকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করে। এক্ষেত্রে যেহেতু সাব্বাত দেতে রান্না করা যাবে না অর্থাৎ রান্নাও যেহেতু একটি কাজ তাই এক্ষেত্রে তারা আগেই রান্না করে রাখে।
এই অনুষ্ঠানে তারা বেশিরভাগ রুটি খায় এবং ওয়াইন খায়। দুইটি জিনিস হল তাদের traditional খাবার। রুটি খায় এই অর্থে যে। , রুটি আগে গম ছিল তাই তারা গম কে অনেক ভাবে প্রসেস করে তারপর রুটি বানিয়েছে, ঠিক যেভাবে ঈশ্বর ৬ দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন তারপর মানুষের হাতে ছেড়ে দিয়েছেন যাতে মানুষ এই পৃথিবীকে আরও সুন্দর করে। এই প্রতিকি অর্থে তারা গম থেকে আটা বানিয়ে তারপর রুটি বানিয়ে খায়। এভাবে তারা চায় যে ঈশ্বর পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে তৈরি করতে, আরেকটু বৈচিত্র্যময়ন করা, এই চেষ্টা চালায়। সবগুলো কাজকেই তারা একটি ধর্মীয় প্রতীকী অর্থ দাঁড় করায়।
6.) Havdala
এটি পালন করা হয় একদম ঠিক সূর্যাস্তের সময়কালে অর্থাৎ এর মাধ্যমে সাববাদ শেষ হয়ে যায়। এটি একটি প্রার্থনা অনুষ্ঠান। অর্থাৎ এরপরে পরবর্তী দিন শুরু হয়। অর্থাৎ সাব্বাস বার্থডে পালন করার মাধ্যমে আমরা যেরকম স্পিরিট এর মধ্যে চলে যাচ্ছিলাম মানে আধ্যাত্মিকতায় চলে যাচ্ছিলাম আর এই অনুষ্ঠানটি অর্থাৎ এই হাফ ডালা পার্থনাটি পালন করার মাধ্যমে আমরা আবারও পার্থিব জীবনে ফিরে আসি। অর্থাৎ এভাবেই আবারো পার্থিব জীবনে ফিরে আসার একটি অনুষ্ঠানই হলো এই হাবডালা। এই প্রার্থনার মাধ্যমে আমরা পুরো সপ্তাহ জুড়ে একটি এনার্জি নিলাম ,স্পিরিচুয়াল এনার্জি। , সৎ ভাবে চলার জন্য, নতুন সপ্তাহ শুরু করার। কর্মময় জীবন শুরু করার জন্য এনার্জি গ্রহণ করলাম এই প্রার্থনার মাধ্যমে। কেননা দিনশেষে তারা তো সন্ন্যাস জীবনে বিশ্বাস করে না বরং তারা বিশ্বাস করে যে কর্মময় জীবন যাপনের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া সম্ভব।
সাব বাথ ডে র তাৎপর্য।
1.) Unity
2.)Spirituality
3.)Rest for all
4.) Sustainability
5.) Meaning of Sabbath on the land
6.) Fellowship with God
7.) A form of Soul concern
8.)Economic sustainability
9.)Concern for the environment
১.) এইসব জন্মদিন বিশেষ তাৎপর্য আছে এইসব বার্থ ডে মানে শুধুমাত্র বিশ্রাম নেওয়া নয় বরং এর মধ্যে একটি স্পিরিচুয়াল কাহিনি রয়েছে যেমন ঈশ্বর কিভাবে পৃথিবীকে বিশ্বব্রহ্মাণ্ড কে সৃষ্টি করল সেটা স্মরণ করে ওরা এই দিনে।
আর যেহেতু এটি ধর্মীয় একটি দিন তাই এই দিনে তারা সকল ভাল ভাল কাজ গুলোই করে। ভালো ভালো কাজ বলতে তারা এই দিন কোন অন্যায় করে না, এই দিন তারা সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজ করে, দরিদ্রদের সাহায্য করে প্রভৃতি।
২.) এটা তাদের মধ্যে একটি একতা বা ইউনিটি নিয়ে আসে। পারস্পরিক সৌহার্দ এবং ঐকতা বা ঐক্যবোধ নিয়ে আসে। এই সাব্বাত ডে তে তারা যে সকল প্রার্থনা গুলো করে সেগুলো সবই তারা সিনাগগ এ করে অর্থাৎ সাব্বাতের দিনে তারা অধিকাংশ সময়ে সীনাগগে কাটায় আর ফলে যখন সব জায়গা থেকে সকল ইহুদীরা একই সাথে গিয়ে সিনাগগে প্রার্থনা করে তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটি ঐকতা তৈরি হয়। যেমন মুসলিমদের প্রতি শুক্রবার সকালে জুম্মার নামাজ হয় এবং সেই জুম্মার নামাজে সকল মুসলিম একসাথে হয়ে সৌহার্দ্য বিনিময় হয় ইহুদিদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয় এই সাব্বাত এর দিনে। এভাবে তারা সবাই যখন একই সাথে শিনাগকে যাবে এক কাতারে দাঁড়িয়ে প্রার্থনা করবে তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটি ঐকতা বৃদ্ধি পাবে এবং সৌহার্দ্য বোধ বৃদ্ধি পাবে। এজন্যই বলা হচ্ছে যে সাব্বাত এর মাধ্যমে তাদের মধ্যে একটি ঐকতান বৃদ্ধি পাচ্ছে বা তাদের আইডেন্টিটি আরো শক্তিশালী হচ্ছে।
৩.) এবং এর মাধ্যমে সবাই একটু বিশ্রাম করে নিতে পারছে। শুধু যে বাড়ির কর্তা সেই বিশ্রাম নিচ্ছে না বরং তার সাথে সাথে তার ছেলে মেয়ে এমনকি তার দাস-দাসী সকলেই বিশ্রাম নিতে পারছে, পাশাপাশি তার গবাদি পশুপাখি ও বিশ্রাম নিতে পারছে। এভাবে তারা পরের দিনগুলোতে কাজ করার শক্তি অর্জন করে নিচ্ছে। একটানা কাজ করলে তাদের মধ্যে একটি একঘেয়েমি চলে আসবে এবং তারা বেশি ক্লান্ত হয়ে যাবে। থেকে বিশ্রাম নিয়ে এবং ঐশ্বরিক একটি প্রশান্তি নিয়ে তারপরে নতুন উদ্যমে কাজ শুরু করলে তাদের কাজটা আরো ভালো হবে।
৪.) Meaning of Sabbath on the land
আমরা জানি যে একই জমিতে বারবার চাষ করলে সে জমির উর্বরতা কমে যায়। তো সেই ক্ষেত্রে তারা যা করে তারা করে যে পরপর ছয় বছরে সেই জমিতে চাষ করার পর পরের বছর সেই জমিতে পতিত রাখে। সাবারথের মত। পতিত রাখার মাধ্যমে এক বছরে ওই জমির উর্বরতা আবার বৃদ্ধি পায়।
5.) Followship with God
ঈশ্বর পৃথিবীতে ভালোত্ব চান এবং মন্দত্ব এর অবসান চান । এই কাজে মানুষ ঈশ্বরকে সাহায্য করে। আবার মানুষকে তো ঈশ্বরের প্রতিকৃতিতে সৃষ্টি করা হয়েছে। তাই ঈশ্বরকে অনুসরণ করা আমাদের কাজ। এজন্য ঈশ্বর যেহেতু ছয়দিন কাজ করে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন তাই আমাদেরও উচিত ছয় দিন কাজ করে সপ্তম দিনে বিশ্রাম নেওয়া। আমরাও সেই কাজটিই করছি।
6.)A form of Soul concern
মুসলমানদের ঈদে যেমন আমরা দেখতে পারি যে যাকাত দেয়া হয় আবার কুরবানী দেয়া হয় আবার সেই কুরবানীর মাংস দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেয়া হয় এর মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের জন্য মঙ্গল কামনা করা হয় অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষের জন্য আমাদের যে দায়বদ্ধতা সেখান থেকে এই কাজটি করা হয়। সুতরাং ইহুদিদের মত ও এমন। এখানে দরিদ্র তারাশ করা বা বৃত্ত শ্রেণি বা কর্মচারী শ্রেণী যারা খুবই নিম্নমানের জীবন যাপন করে তাদের মান উন্নয়ন করার জন্য কাজ করা হয়। আ যারা অতিথি আছে তাদের দেখভাল করার জন্য এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন।
7.) Economic sustainability
বৃত্ত বা কর্মচারী শ্রেণী যারা আছেন তাদেরকে একটি স্ট্যান্ডার্ড বেতন দেওয়া সংক্রান্ত কাজগুলো এখানে আসবে।
8.)Concern for the environment
যেহেতু আমরা সপ্তাহে ছয় দিন পরিবেশের বিভিন্ন জিনিস পাতি ব্যবহার করছে এবং সপ্তম দিনের রেস্ট নিয়েছি এজন্য পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদের মধ্যেও একটি ভারসাম্য আসবে। এর মাধ্যমে একটি Sustainable environment or sustainable resources আমরা পাব।
এখানে সোর্স হিসেবে children of Abraham. বইটা থেকে কিছু দেখা যেতে পারে ।
আরো দেখুনঃ