ALL DUA FOR HAJJ

হজের দোয়া সমূহ _ All Dua for Hajj | Best Post – 2024

হজের দোয়া সমূহ _ All Dua for Hajj | Best Post – 2024

  • পুন্যময় সফর
  • ইহরাম
  • মসজিদুল হারাম:
  • তোয়াফ
  • জমজম:
  • সায়ী
  • মাকামে ইব্রাহিমের দোয়া:
  • জমজমের পানি পান করার দু’আ:
  • মসজিদুল হারামের শেষ প্রান্তে সাফার নিকট পৌঁছে পড়বেন:
  • সাফা পাহাড়ে উঠতে উঠতে পড়বেন:
  • সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে ফিরে তিনবার আল্লাহু আকবার বলে এ দু’আ পড়বেন :
  • সাফা মারওয়ায় সায়ী করার সময় সবুজ পিলারদ্বয়ের মাঝে দ্রুত চলার সময়ের দু’আ:
  • মদিনা শরীফ যিয়ারতের দু’আসমূহ:
  • হযরত আবু বাকর (রা:)—এর মাজারের সামনে পাঠ করবেন :
  • হযরত উমার (রা:) এর মাজারের সামনে দাঁড়িয়ে পড়বেন :
  • জান্নাতুল বাকী
ALL DUA FOR HAJJ

খুশিমনে ঘর হতে বের হওয়ার সময় পড়ুন:

বিসমিল্লাহি ওয়া তাওয়াককা—লতু আলাল্লাহি, লা—হাওলা ওয়ালা কু’য়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম।

গাড়ীতে উঠে সিটে বসে পড়ুন:

আল্লাহু আকবার, আলাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাজী সাখখারালানা হাজা অমা কুন্না লাহু মুক্বরিনীনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন ।

জেদ্দায় অবতরণের সময় পড়ুন :

রাব্বি আদখিলনী মুদখালা সিদকিউঁ ওয়া আখরিজনী মোখরাজা সিদকিউঁ অয়াজআললী মিল্লাদোনকা সুলতানান্নাসীরা।

দেশে ফেরত যাত্রার সময় গাড়ীতে উঠে পড়ুন:

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাজী সাখখারালানা হাজা অমা কুন্না লাহু মুক্বরিনীনা ওয়া ইন্না ইলা রাব্বি না লা মুনকালিবুন ।

নিয়ত: হে রাব্বুল আল—আমিন একমাত্র তোমারই সন্তষ্টি—লাভের জন্য আমি ইহরাম পড়ছি।

২ রাকাত নফল: 1 st  রাকাত সূরা কাফেরুন

2nd রাকাত সূরা ইখলাস।

3 times: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা শারিকালাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা’শারিকালাক।

3 times: হে আল্লাহ! আমি তোমার সন্তষ্টির এবং জান্নাত প্রার্থনা করছি। এবং তোমার অসন্তুষ্টির জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি।

কয়েকবার দরুদ+ আয়াতুল কুরসি+ সূরা কুরাইশ ।

ওমরার নিয়ত: হে আল্লাহ! আমি ওমরার নিয়ত করছি তোমার সন্তষ্টির জন্য। তা সহজ করে দাও ও কবুল করে নাও।

DUA FOR HAJJ _ হজের দোয়া সমূহ _ Hajj _ হজ্জের দোয়া

zil hajj dua, 9 zil hajj dua, umrah hajj dua, zil hajj dua in arabic, hajj dua bangla, intention for hajj dua, hajj duas pdf, hajj dua labbaik allahumma in bangla, hajj dua in arabic, hajj dua labbaik allahumma, hajj dua list, hajj dua cards, hajj dua book, hajj dua in urdu, hajj dua audio download, hajj dua allahu akbar, hajj dua arabic text, hajj dua app, Hajj dua arabic pdf,

Hajj dua acceptance, arafat hajj dua, dua for hajj, dua for hajj acceptance, hajj ki dua allahumma labbaik, dua for hajj pdf, hajj ki dua in arabic, hajj dua book pdf, Hajj dua, bengali hajj dua bangla, best dua for hajj, hajj er dua bangla, best dua for zil hajj, best dua on hajj day, hajj dua cards pdf

Keyword

ওমরার সফরে লাব্বাইক + দরুদ+ নিজের উদ্দেশ্য পূরণের দোয়া করব। + *সুবহানাল্লাজিল মুলকি।

পৌছে ডান পা দিয়ে ডুকে দোয়া :

বিসমিল্লাহি ওয়াচ্ছালাতু ওয়াচ্ছালামু আলা রাসূলুল্লাহ (সা:), আল্লাহুম্মাগ ফিরলী যুনুবী ওয়াফতাহলী আবওয়াবা রাহমাতিক।

অর্থ: হে আল্লাহ ! তুমি আমার জন্য তোমার রহমতের সকল দরজা খুলে দাও এবং আমাদের জন্য রিজিকের পথ সহজ করে দাও ।

বের হওয়ার দোয়া:

আচ্ছালাতু আচ্ছালামু আলা রাসূলুল্লাহ (সা:), আল্লাহুম্মা ইন্নি আছআলুকা মিন ফাদলিক ।

আল্লাহর ঘর দেখা মাত্ৰ

আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবার (৩x) ।

+ তুমিই শান্তির প্রতীক, তোমারই হতে শান্তির ধারা প্রবাহিত হয়। হে প্রতিপালক আমাদের জীবন নিরাপদ কর । হে আল্লাহ, তোমার এই ঘরের মহাত্ব, সম্মান, গৌরব ও ভক্তি বৃদ্ধি করে দাও । যিনি এ ঘরের হজ্জ্ব বা ওমরা পালন করে তারও ইজ্জত, সম্মান, গৌরব ও সাওয়াব বাড়িয়ে দাও ।

+ আল্লাহ জীবনে যখন যা আমার ও আমার পরিবারের কল্যাণের জন্য যে দোয়া করব এবং করেছি আপনি তাহা কবুল করেন।

তাওবা: লাকদ্দ যা— — —আকুম রুসু—লুস্মিন আংফুসিকুম আঁঝি—ঝুল আলাইহি মা— আনিতুম হারিছুন আলাইকুম বিল মু:মিনিনা রউ—ফুর রাহি— —ম ফাইং। তা ওয়াল্লাও ফাক্কুল হাছাবিই আল্লা—হু লা—ইলা—হা ইল্লা— হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজী———ম।

আস্তাগফিরুল্ল—হা রব্বি মিং কুল্লি জামবিন আজনাবতুলু—আমাদান আওখত আন ছিরন আত্ত আলা নিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিনাজ জামবিল্লাজি—আলামু ওয়ামি নাজ জামবিল্লাজী, লা আলামু ইন্নাকা আংতা আল্লা—মুল গুয়ু—ব ওয়া ছাত্তারুল অয়ু—ব অগফফা—রুজ জুনুব । ওয়ালা—হাওলা ওয়ালা কু’য়াতা বিল্লাহিল আলিয়্যিল আজী———ম।

দোয়া:

রাব্বানা আতিনা-—। লা ইলাহা———আহাদ। লা ইলাহা————ক্বাদীর।

হে আল্লাহ ! হে আমার পালনকর্তা, হে আমার প্রতিপালক, ক্ষমা করুন ও রহম করুন ও দয়া করুন । তুমিই সর্বোচ্চ সম্মানের অধিকারী ও রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী ।

* আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার।

* আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়্যাতা, ফি—দ্দিনী ওয়া দুনইয়াআ, ওয়া আহলী ওয়া মাল ।

* আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরী, ওয়াল ফাক্করি, ওয়া মিনআযাবিল ক্বাবরি, লা ইলাহা ইল্লা আনতা ।

* আল্লাহুম্মা আফিন্নী ফি বাদানি, আল্লাহুম্মা আফিন্নী ফি সাময়ী, আল্লাহুম্মা আফিন্নী ফি বাছারী, লা ইলাহা ইল্লা আনতা ।

* আল্লাহুম্মা আ ইন্না জিকরিকা অশুকরিকা অ হুসনি ইবাদাতিকা ।

* রাব্বিজ আলনী মুকীমাস সালাতি অমিন জুররীয়্যাতী রাব্বানা অতাকাব্বাল দোয়ায়ি, রব্বানাগফিরলী অলিওয়ালিদ্যায়া অলিলমু’মিনী না ইয়াওমা ইয়াকুমুল হিসাব ।

* রাব্বানা—লা—তুযিগ লুবানা বা’অদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব।

* রাব্বানা হাবলানা মিন আযওয়া—জিনা ওয়া মুররিইয়্যাতিনা—ক্বররাতা আ’অ—ইউনিওঁ ওয়াজ্ব’আলনা লিল্ল মুত্তাক্বী—না ইমামা ।

* রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর—রাহিমীন ।

* রাব্বানা ইন্নানা আমন্না ফাগফিরলানা যুনুবানা ওয়া ক্বিনা আযাবান্নর।

* ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইউ, ইয়া কাইউমু, বি—রাহমাতিকা আস্তাগেছ ।

* রাব্বিশরাহলী সাদরী ওয়া ইয়াসসির লীআমরী ।

* রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আয়াজ্জুল আকরাম।

* ইয়া হাইয়্যু ইয়া কাইউমু বি—রাহমাতিকা অস্তাগেছু অছলিহ শা’নী কুল্লাহু অলা তাকিলনী ইলা নাফসী তারফাতা আইনিন ৷

* সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুল আলল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আ’লামীন ।

* লা—ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোয়ালিমীন। ফাসতাজাবনা লাহু নাজাইনাহু মিনাল জাস্মি ওয়া কামালিকা নূনজিল মু’মিনীন ।

* রাব্বি হাবলী হুকমাও ওয়াল হিকনী বিস—সলিহীন ।

* রাব্বি আন্নী যাচ্ছানিয়াদদ্দুরু ওয়া আন্তা আরহামুর রাহিমীন ।

* ছুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ।

* আল্লাহুম্মা আন্তা রাব্বী লা—ইলাহা ইল্লা আন্তা খালক্বতানী ওয়া আনা’আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বা’তু আ’উযুবিকা মিন শাররি মা সানাতু আবূউ লাকা বিনি ‘মাতিকা ‘আলাইয়্যা ওয়া আবূউ বিমাম্বী ফাগফিরলী ফা—ইন্নাহূ লা—আগফিরুজ যুনুবা ইল্লা আন্তা ।

**নিচের দোয়াসমূহ অথবা ইহার মধ্য হতে যত দূর সম্ভব তাওয়াফে, সায়ীতে, আরাফায় মিনায়, মুজদালিফায় ও অন্যান্য স্থানে পড়ুন:

লা—ইলাহা ইলালাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিতু বিয়াদিহিল খাইরু, ওয়া হুয়া আলা কুলি শাইয়িন ক্বাদির। (Page ১২৪ )

***তওবা:

আস্তাগ ফিরুল্লাহা রাব্বি মিনকুলি যামবিউ ওয়াতুবু ইলাইহে, লা—হাওলা ওয়ালা কু’য়াতা ইলা বিলাহিল আলিয়িল আযীম। (Page ১২৫)

হজের দোয়া, হজ্জের দোয়া, ওমরা হজ্জের দোয়া, হজ্জের দোয়া বাংলা, হজ্জের দোয়া লাব্বাইক আল্লাহুম্মা, হজ্জের দোয়া সমূহ pdf, হজের দোয়া সমূহ, হজ্জের দোয়া আরবি, হজ্জের দোয়া সমূহ, ওমরা হজ্জের দোয়া সমূহ, ওমরাহ হজ্জের দোয়া, হজ্জের দোয়া লাব্বাইক আল্লাহুম্মা আরবি

Keyword

Related Posts

One thought on “হজের দোয়া সমূহ _ All Dua for Hajj | Best Post – 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *