Watch and Learn BD

khulna university job circular 2024 , Golden Opportunities

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

khulna university job circular 2024 , খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্ৰকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহবান জানিয়েছেন।

Job Circular Published Date: 25 January 2024

Job circular Aplication Start Date : 28 January 2024

Job Circular Deadline: 18 February 2024

khulna university job circular 2024

Khulna University has announced its Job Circular for 2024, offering exciting opportunities for career enthusiasts. The circular unveils various positions, providing a gateway for individuals to join the esteemed institution. Aspiring candidates can explore roles ranging from academic to administrative, promising a diverse array of career paths. Khulna University, known for its commitment to academic excellence, seeks qualified and dedicated individuals to contribute to its vibrant community. This Job Circular signifies a chance to be part of a dynamic educational environment, fostering growth and innovation. Interested applicants are encouraged to explore the outlined positions, marking the beginning of a rewarding professional journey. 

khulna university job circular 2024

পদের নাম ও গ্রেডবেতন স্কেল (জা. বে. স্কে.’ ২০১৫ অনুযায়ী)পদের সংখ্যা
ড্রাইভার (হেভী/মিডিয়াম) (গ্রেড-১৫)বেতনক্রম : ৯,৭০০/-২৩,৪৯০/-০৪ (চার) টি 
ল্যাব এ্যাটেনডেন্ট (গ্রেড-১৯)বেতনক্রম : ৮,৫০০/- ২০,৪৭০/-০৬ (ছয়) টি
ইলেকট্রিশিয়ান হেলপার (গ্রেড-২০)বেতনক্রম : ৮,২৫০/- ২০,০১০/-০১ (এক) টি

আবেদনের শর্তাবলী:

  1. আবেদন অনলাইনে (Online) করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করত: প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ০৩ (তিন) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর ১৮-০২-২০২৪ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ১নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ২নং পদের জন্য ১০০/- (একশত) টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://ku.ac.bd/career পাওয়া যাবে।
  2. আবেদনপত্র আগামী ২৮-০১-২০২৪ খ্রি. থেকে ১৮-০২-২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে ডাকযোগে (অফিস চলাকালীন)/সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌছাতে হবে ।
  3. অনুমোদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।
  4. নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  5. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না ।

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী

০১। ড্রাইভার (হেভী/মিডিয়াম) (গ্রেড-১৫): ০৪ (চার) টি পদ

(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৯,৭০০-২৩,৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ (হেভী/মিডিয়াম) মোটরগাড়ী চালনায় ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।

০২। ল্যাব এ্যাটেনডেন্ট (গ্রেড-১৯): ০৬ (ছয়) টি পদ

(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৮,৫০০/- ২০,৫৭০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :

প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় পাশ হতে হবে । বয়স অনুর্ধ্ব ৩৫ বছর

০৩। ইলেকট্রিশিয়ান হেলপার (গ্রেড-২০): ০১ (এক) টি পদ 

(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৮,২৫০/- ২০,০১০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশসহ ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ থাকতে হবে । বয়স অনুর্ধ্ব ৩৫ বছর

আবেদনের শর্তাবলী

  1. আবেদন অনলাইনে (0111116) করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করত; প্রয়োজনীয় (০৪নং শর্তে চাহিত) কাগজপত্রাদিসহ ০৩ (তিন) সেট আবেদনপত্র. নিমুস্বাক্ষরকারী বরাবর ১৮-০২-২০২৪ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে । উল্লেখ্য, অনলাইন আবেদনের সাথে ১৩তম থেকে ১৬তম গ্রেডের পদে ২০০/- (দুইশত) টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের পদে ১০০/- (একশত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (0600:/108.8০.80/০৪1৩০1) পাওয়া যাবে। অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয়
  2. খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
  3. চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের অনাপাত্তপত্র সংযুক্ত করতে হবে ।
  4. প্রতিসেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে-

ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

খ) নাগরিকতৃ সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

গ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি)

ঘ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Read More:

 

Exit mobile version