khulna university job circular 2024 , খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ , খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্ৰকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহবান জানিয়েছেন।
Job Circular Published Date: 25 January 2024
Job circular Aplication Start Date : 28 January 2024
Job Circular Deadline: 18 February 2024
Khulna University has announced its Job Circular for 2024, offering exciting opportunities for career enthusiasts. The circular unveils various positions, providing a gateway for individuals to join the esteemed institution. Aspiring candidates can explore roles ranging from academic to administrative, promising a diverse array of career paths. Khulna University, known for its commitment to academic excellence, seeks qualified and dedicated individuals to contribute to its vibrant community. This Job Circular signifies a chance to be part of a dynamic educational environment, fostering growth and innovation. Interested applicants are encouraged to explore the outlined positions, marking the beginning of a rewarding professional journey.
khulna university job circular 2024
পদের নাম ও গ্রেড | বেতন স্কেল (জা. বে. স্কে.’ ২০১৫ অনুযায়ী) | পদের সংখ্যা |
ড্রাইভার (হেভী/মিডিয়াম) (গ্রেড-১৫) | বেতনক্রম : ৯,৭০০/-২৩,৪৯০/- | ০৪ (চার) টি |
ল্যাব এ্যাটেনডেন্ট (গ্রেড-১৯) | বেতনক্রম : ৮,৫০০/- ২০,৪৭০/- | ০৬ (ছয়) টি |
ইলেকট্রিশিয়ান হেলপার (গ্রেড-২০) | বেতনক্রম : ৮,২৫০/- ২০,০১০/- | ০১ (এক) টি |
আবেদনের শর্তাবলী:
- আবেদন অনলাইনে (Online) করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করত: প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ০৩ (তিন) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর ১৮-০২-২০২৪ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ১নং পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ২নং পদের জন্য ১০০/- (একশত) টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://ku.ac.bd/career পাওয়া যাবে।
- আবেদনপত্র আগামী ২৮-০১-২০২৪ খ্রি. থেকে ১৮-০২-২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে ডাকযোগে (অফিস চলাকালীন)/সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌছাতে হবে ।
- অনুমোদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে ।
- নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না ।
Read More:
খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী
০১। ড্রাইভার (হেভী/মিডিয়াম) (গ্রেড-১৫): ০৪ (চার) টি পদ
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৯,৭০০-২৩,৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ (হেভী/মিডিয়াম) মোটরগাড়ী চালনায় ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
০২। ল্যাব এ্যাটেনডেন্ট (গ্রেড-১৯): ০৬ (ছয়) টি পদ
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৮,৫০০/- ২০,৫৭০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি পরীক্ষায় পাশ হতে হবে । বয়স অনুর্ধ্ব ৩৫ বছর
০৩। ইলেকট্রিশিয়ান হেলপার (গ্রেড-২০): ০১ (এক) টি পদ
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনক্রম : ৮,২৫০/- ২০,০১০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : প্রার্থীকে এস.এস.সি/সমমানের পরীক্ষায় পাশসহ ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ থাকতে হবে । বয়স অনুর্ধ্ব ৩৫ বছর
আবেদনের শর্তাবলী
- আবেদন অনলাইনে (0111116) করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করত; প্রয়োজনীয় (০৪নং শর্তে চাহিত) কাগজপত্রাদিসহ ০৩ (তিন) সেট আবেদনপত্র. নিমুস্বাক্ষরকারী বরাবর ১৮-০২-২০২৪ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে । উল্লেখ্য, অনলাইন আবেদনের সাথে ১৩তম থেকে ১৬তম গ্রেডের পদে ২০০/- (দুইশত) টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের পদে ১০০/- (একশত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (0600:/108.8০.80/০৪1৩০1) পাওয়া যাবে। অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয়
- খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
- চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের অনাপাত্তপত্র সংযুক্ত করতে হবে ।
- প্রতিসেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে-
ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি
খ) নাগরিকতৃ সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
গ) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি)
ঘ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ
Read More:
- Job Circular ২০২৪
- Govt. Job Circular
- Company Job Circular
- All Certificate Format
- PDF Book
- Recent Govt Job Circular 2024
- BWDB Job Circular